বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার শহরের কলাতলী মোড়, হোটেল—মোটেল জোন, সুগন্ধা ও সৈকতের লাবণী পয়েন্টেসহ শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়।
এসময় পুলিশ কর্মকর্তারা সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রচারপত্র বিলি করেন। এ সচেতনতামূলক প্রচারণায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ রোধে জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোধে পরিবহণ মালিক ও শ্রমিকদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।