যেভাবে মাছ ভাজলে ভেঙে যাবে না
বাঙালির প্রতিদিনের খাবারে মাছ তো থাকেই। এটি সব খাবারের মধ্যে পুষ্টির অন্যতম উৎস। তাড়াহুড়ো করে
একটু রূপ চর্চা না করলে হয়? তবে রূপ চর্চা করা মানেই তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করতে হবে। তবে এবার তা বন্ধ করুন। শুধু কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়েই এবার বাড়িতেই করে ফেলুন গোল্ড ফেসিয়াল
কেমিক্যাল যুক্ত নানা প্রোডাক্ট স্কিনের জন্য কখনই ভালো না। বাড়িতে ট্রাই করুন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গোল্ড ফেসিয়াল।
ক্লিঞ্জিং করুন প্রথমে
১) গোল্ড ফেসিয়াল করার প্রথম স্টেপে ভালো করে কিঞ্জিং করে নিন।
২) এক্ষেত্রে কিঞ্জার হিসেবে ব্যবহার করুন র-মিল্ক বা কাচা দুধ।
৩) কাঁচা দুধ তুলোতে নিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট মুখে ম্যাসাজ করুন।
৪) মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে।
স্ক্রাবিং করুন ধীরে ধীরে
১) গোল্ড ফেসিয়াল করার দ্বিতীয় স্টেপে ভালো করে স্ক্রাবিং করে নিন।
২) স্ক্রাবার বানিয়ে নিন ঘরেই। ১ চামচ চিনি, ১চামচ লেবুর রস, এক চামচ মধু।
৩) তিনিটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করুন।
৪) ১০ মিনিট পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
স্টিমিং নিন হালকা ভাবে
১) গোল্ড ফেসিয়াল করার তৃতীয় স্টেপে ভালো করে স্টিমিং করে নিন।
২) একটি পাত্রে পানি উষ্ণ গরম করে তাতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ মুছুন। ৩ মিনিট করুন এটি একই ভাবে।
গোল্ড ফেস প্যাক বানান
১) গোল্ড ফেসিয়াল করার শেষ স্টেপে গোল্ড ফেসিয়াল করবেন।
২) গোল্ড ফেসিয়াল বানিয়ে নিন ঘরে খুব সহজেই।
৩) ১চামচ টকদই, হাফ চামচ হলুদ, ১চামচ নারকেল তেল, ১চামচ লেবুর রস, ১চামচ মধু।
৪) পাঁচটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ফেস প্যাক বানিয়ে নিন।
৫) এবার মুখে প্যাকের মত লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে নিন।
৬) ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।