Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞার কবলে সিলেটের সব পর্যটন কেন্দ্র : এখনও নির্দেশনা পৌঁছেনি জেলা প্রশাসনে !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:২১ পিএম

দ্বিতীয় বারের মতো বন্ধ হলো সিলেটের সব পর্যটন কেন্দ্র। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামি দুই সপ্তাহের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটক কেন্দ্র, হোটেল-মোটেল বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন বলেন, বুধবার (৩১ মার্চ) সরকার থেকে জারি করা হয়েছে এই নির্দেশন। এছাড়াও তিনি বলেন, এ নির্দেশনা জেলা প্রশাসন জানার কথা। নির্দেশনা অনুযায়ী কেবল সিলেটে নয়, সারা বাংলাদেশে পর্যটন কেন্দ্রগুলোতে দুই সপ্তাহের জন্য আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। সে মোতাবেক সিলেট অঞ্চলের সব হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে আগামী দুই সপ্তাহ। তবে খাবার রেস্টুরেন্টগুলোর উপর আরোপ করা হয়নি এ নিষেধাজ্ঞা। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে কোনো ধরনের নির্দেশনা এখনো জারি করা হয়নি বলে জানিয়ে তথ্য প্রদানকারী কর্মকর্তা সহকারী কমিশনার তানিয়া আক্তার বলেন, নির্দেশনা পেলে প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেয়া হবে অবশ্যই। তবে এনিয়ে আলাপ আলোচনা হচ্ছে বলে শুনছেন তিনি। কিন্তু দাপ্তরিক কোন নির্দেশনা এখনও হাতে পৌঁছেনি তার। সিলেট জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম¥ লাবিবা অর্ণব বলেন, সরকার থেকে ঘোষিত ১৮ দফা নির্দেশনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টারগুলোতে গত নভেম্বরে ৫০ ভাগ লোকজন নিয়ে অনুষ্ঠান করার ব্যাপারে করা হয়েছিল নোটিশ। সেটা এখনও বহাল রয়েছে। করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ১৮ মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেয় সিলেট জেলা প্রশাসন। এর ছয় মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটন কেন্দ্র ও রিসোর্স সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটন কেন্দ্র

২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ