মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পরিবেশ রক্ষায় স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোহ ঠাকাই দ্বীপ। গতকাল মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রটি থাইলান্ডের ফাং নাগা প্রদেশের সিমিলান ন্যাশনাল পার্কের অংশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির অধিকাংশ পর্যটন কেন্দ্র মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকভাবে বন্ধ থাকে। পরবর্তীতে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও কোহ ঠাকাই দ্বীপ আর খুলে দেওয়া হবে না। কারণ হিসেবে দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানটি ৭০ জন পর্যটক ধারণ করতে পারে। তবে খাবারের দোকান ও ভ্রমণবিলাসী নৌকা নিয়ে মাঝে মাঝে এক হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটে সেখানে। যা আশপাশের পরিবেশের জন্য ঝুঁঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পর্যটন কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।