বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা সোনা বাড়ি এনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিবসা নদীর তীরে আবারো ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে শিবসা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। আজ রাতের জোয়ারে আরো ক্ষয়ক্ষতি হতে পারে। বাঁধ ভেঙ্গে গেলে কমপক্ষে ৫ শ’ বাড়ি ঘর ও কয়েকশ’ বিঘা ফসলী জমি প্লাবিত হবে।`
বুধবার দুপুরে আকস্মিক এ ভাঙ্গন দেখা দেয়। গত আম্ফানে এ এলাকায় ভয়াবহ ভাঙ্গনের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সরকারি অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে বিকল্প বাঁধ দেয়া হয়। সেই একই এলাকায় আবার বাঁধ ভাঙ্গতে শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও ফরিদ উদ্দীন জানান, হঠাৎ করে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রায় দুই ফুট পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে পাউবো সবসময় নজর রাখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।