Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় পোষ্টারে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিখায় তুলকালাম কান্ড

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৬:২৪ পিএম

ফরিদপুরের তালমায় একটি পোষ্টার টাঙানো নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। পোস্টারে সাবেক এক বিএনপি নেতা নিজেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছেন। অভিযোগ উঠেছে ওই নেতা উপজেলা বিএনপির উপদেষ্টা, যদিও তার দাবী বিএনপি থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এই ঘটনায় উপজেলা আওয়ামীলীগের এক নেতা আদালতে মামলাও দায়ের করেছেন। উপজেলা আওয়ামীলীগের এক সহসভাপতি ও এক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছেন জেলা কমিটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে তালমা এলাকায় একটি পোষ্টার লাগান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ খান। সেখানে নিজের পরিচয় উল্লেখ করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য।

বিএনপি নেতা হয়েও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদবী ব্যবহার করে পোষ্টার, লিফলেট ও ব্যানার টাঙানোয় শাস্তি দাবী করে আদালতে মো. ফিরোজ খানের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. বাবুল আক্তার। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছে।

এদিকে এই ঘটনা জানিয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগ দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আ.মান্নান মোল্যা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া। জেলা আওয়ামীলীগ সেই অভিযোগ আমলে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদককে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে।

অভিযুক্ত মো. ফিরোজ খান জানান, তিনি বিএনপির উপদেষ্টা পদ থেকে ২০১৬ সালে অব্যাহতি নিয়েছেন। এরপর থেকে আমি আওয়ামীলীগের রাজনীতি করছি। এখন আমাকে বিএনপি নেতা বলা অপরাধের শামীল। তিনি আরো বলেন, ২০১৬ সালের ১১ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভায় জামাল হোসেন মিয়াকে বহিস্কার করে সেই জায়গায় আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আওয়ামীলীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল। কারো মন মতো এখানে কিছু করা যায় না, দলের একটি শক্তিশালী গঠনতন্ত্র রয়েছে, দল চলে সেই গঠনতন্ত্র মোতাবেক। গঠনতন্ত্র মোতাবেক আওয়ামীলীগ থেকে কাউকে বহিস্কার করা যায় না আবার চাইলেই কাউকে পদ দিয়ে দেয়া যায় না। এজন্য দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার অনুমোদন দিতে হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, উপজেলা আওয়ামীলীগের এক সভায় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়াকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়, ওই সভাতেই মো. ফিরোজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। যদিও কেন্দ্র থেকে এখনো কোন তার কোন ফলাফল পাওয়া যায়নি।

এই বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা জানান, উপজেলা আওয়ামীলীগের কাছে এই ঘটনার প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ