Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের সামরিক জান্তার প্রভাব পড়েছে সরকারের ওপর -বিবৃতিতে মুসলিম লীগ

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

 বাবরী মসজিদ ভাঙার পর গুজরাটে প্রায় দু’হাজার নিরস্ত্র মুসলিম নর-নারী ও শিশু হত্যার নায়ক, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশ প্রেমিক জনগণের বিক্ষোভ ও সর্বশেষ হরতালকে ভন্ডুল করার জন্য পুলিশের ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব এবং ব্রাক্ষণবাড়িয়া ও হাটহাজারীতে তাদের সংঘটিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ একযুক্ত বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের ওপর মিয়ানমারের গণহত্যাকারী সামরিক জান্তার ছায়া পরিলক্ষিত হচ্ছে। ব্রাক্ষণবাড়িয়া ও হাটহাজারীতে মোদি বিরোধী আন্দোলনে শহীদদের রক্ত সরকারের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। বিবৃতিতে নেতৃবৃন্দ শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও গ্রেফতার সকলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ