বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীতে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত দ্ইু দিনে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫ জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :
নোয়াখালী ব্যুরো জানায়, চৌমুহনী-মাইজদী সড়কে সিএনজি চালিত অটোরিকশা চাপায় রুমা আক্তার (৫৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সড়ক পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। গতকাল দুপুর ১টার দিকে মাইজদী বাজার এলাকার আমেরিকান স্পেশালিস্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার জেলার সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের মৃত শফি উল্যার স্ত্রী।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস হোসেন নগরীর খানজাহান আলী রোডের জামাতখানা মোড়ের মৃত মো. হায়াত আলীর ছেলে এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী।
স্টাফ রির্পোটার কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের বিত্তিপাড়ায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। কিছুক্ষন আগে সোমা মন্ডল সাইকেল যোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। সোমা মন্ডল ওই এলাকার সোনাইডাংগা গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার গতকাল ট্রেন ও মাটি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন বাই সাইকেল চালক। নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চর খানাখানাপুর এলাকার ইউসুফ শেখের ছেলে ট্রাক চালক পলাশ ও সর্দার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে ওই ট্রাকের হেলপার মিলন শেখ। এ ঘটনায় সড়ক দিয়ে যাওয়ার সময় বাই সাইকেল চালক বাবুল গুরুতর আহত হয়েছে। রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দাস জানান, বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আশা -রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি ট্রেনের সাথে মাটিবাহী ট্রাক ও বাইসাকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় চালক ও হেলপারের মৃত্যু হয়।
গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে ইটবোঝাই ট্রলির ইটচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও আবু বক্কর (২২) একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সোমবার দুপুরে ইটবোঝাই ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলির ইটের ওপর থাকা দুই শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মনিরুজ্জামান খান আরও বলেন, এ ঘটনায় ট্রলিচালক আহত হয়েছেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে এক বাসের চালক আকাশ মিয়া নিহত হন। এসময় বাসে থাকা আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। সোমবার সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।