Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চকরিয়ায় সামাজিক বনায়ের আড়ালে অর্ধশতাধিক অবৈধ বসতবাড়ি উচ্ছেদ ও ৫ একর জমি উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১১:৪৯ পিএম

সামাজিক বনায়নের আড়ালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বনবিটের জুমনগর এলাকায় দখল করে নির্মিত অর্ধশতাধিক অবৈধ বসতবাড়ি উচ্ছেদ এবং ৫ একর জমি দখলমুক্ত করেছে প্রশাসন। সোমবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় মধুশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনও ধ্বংস করে দেয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এবং উত্তর বনবিভাগের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) সোহেল রানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, চকরিয়া থানার এসআই মাইনদ্দিনের নেতৃত্ব একদল পুলিশ এবং বন বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তবে, পালিয়ে যাওয়া কোন দখলদারকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) সোহেল রানা জানান, ২০১৭-১৮ সালে সৃজিত ২য় আবর্তের ১০ হেক্টর সামাজিক বনায়ন জবর দখল করে একটি চক্র।

বেশ কিছু জমি প্লট আকারে বিক্রিও করেছে তারা। অভিযুক্ত দখলবাজদের মধ্যে রয়েছে- এহছান, নুরুল আবছার, কামরুল হাসান পলাশ, আবছার কামাল শাহীন, দেলোয়ার হোসেন মনি, রেজাউল করিম। দখলবাজ সিন্ডিকেটে আরো বেশ কিছু রাজনৈতিক প্রভাবশালী লোক জড়িত। তারা পরস্পর মিলেমিশে সরকারি বনজ সম্পদ গিলে খাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ