Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কক্সবাজারে একদিনে ৪১ জন করোনা রোগী শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১১:৩৭ পিএম

সোমবার (২৯ মার্চ) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ৪১ জনের রিপোর্ট 'পজিটিভ' পাওয়া গেছে। এরমধ্যে পূর্বে আক্রান্ত হওয়া ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ আসে। বাকী ৪২৮ জনের নমুনা টেস্ট রিপোর্টে নেগেটিভ আসে। কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার পজিটিভ রিপোর্ট পাওয়া নতুন ৪০ জন রোগীর মধ্যে ৩৯ জন কক্সবাজার জেলার রোগী। ১ জন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রোগী।

সোমবার শনাক্ত হওয়া কক্সবাজার জেলার রোগীদের মধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলার ২ জন, চকরিয়া জেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ১ জন কুতুবদিয়া উপজেলার ১ জন রোগী রয়েছেন।

সোমবার (২৯ মার্চ) পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো মোট ৬ হাজার ৪ শত ৩৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ