মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক লাখ ২৫ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পেতে যাচ্ছে ফিলিস্তিন। তার মধ্যে ১ লাখ চীনের তৈরি শিনোভ্যাক টিকা ও ২৫ হাজার অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি। শনিবার এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা। খবর আনাদোলু এজেন্সির। এক বার্তায় তিনি জানিয়েছেন, আমরা শিগগিরই ১ লাখ ২৫ হাজার ডোজ করোনার টিকা পেতে যাচ্ছি। তার মধ্যে ১ লাখ ডোজ পাঠাবে চীন উপহারস্বরূপ। আর ২৫ হাজার ডোজ কেনা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে। গেল ২ ফেব্রুয়ারি থেকে ফিলিস্তিনে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। রাশিয়ার তৈরি স্পুটনিক টিকা দিয়ে সেখানে প্রয়োগ শুরু হয়। শুরুতে কেবল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই টিকা দেওয়া হয়। মার্চে ফিলিস্তিন অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ৬২ হাজার ডোজ টিকা পায়। এরপর ২১ মার্চ থেকে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদেরও করোনার টিকা দেওয়া শুরু হয় ফিলিস্তিনে। ৭০ বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাওয়া ফিলিস্তিনে এ পর্যন্ত ২ লাখ ৬১ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৭৮৭ জন। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।