Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা হামলা, আহত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৫:৩০ পিএম

ইন্দোনেশিয়ার ম্যাকাসর শহরে একটি ক্যাথলিক গির্জার সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবারের (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বোমা হামলার ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রয়র্টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির স্থানীয় সময় বোরবার (২৮ মার্চ) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টারের প্রথম দিনে গির্জার ভেতর তখন একটি ধর্মসভা চলছিল। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি গির্জায় প্রবেশের চেষ্টা করে। তাই এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান বলেন, ঘটনাস্থলে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখা গেছে। হামলাকারী দুইজন ছিলেন। এটি আত্মঘাতী বোমা হামলা।
গির্জার পুরোহিত ফাদার উইলহেলমাস তুলক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একটি মোটরবাইকে করে গির্জার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাকে একজন নিরাপত্তাকর্মী বাধা দেন।
সিসি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের দৃশ্যে গির্জার বাইরে ধোঁয়া এবং মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। পার্কিংয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ