Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই অবৈধযানের প্রতিযোগিতায় প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৪:৫৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে সেলোইঞ্জিন চালিত দুই অবৈধযান লাটাহাম্বা ও ট্রাক্টরের প্রতিযোগীতায় আনিসুর রহমান (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ শে মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের ঘোষপাড়া আঁখ সেন্টারের সামনে দুইটি যানের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি নন্দনালপুর গ্রামের মহসিন দর্জির ছেলে। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ব্যক্তি কুষ্টিয়ায় নিজ কর্মস্থলে দায়িত্বপালন শেষে শুক্রবার সকাল ৭ টার দিকে বাইসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালু বোঝাই সেলোইঞ্জিন চালিত লাটাহাম্বা ও ট্রাক্টর সাইড দেওয়া নিয়ে প্রতিযোগীতায় মেতে উঠেন।
এসময় দিশেহারা হয়ে নিহত আনিস দুই যানের মাঝে পড়ে ধাক্কায় আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিস।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুইটি অবৈধ যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনার আল মদিনা এন্টারপ্রাইজের ট্রাক্টর ও মোল্লা পরিবহনের লাটাহাম্বা (১) যান দুটিকে জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ