বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতা দিবসে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম সদর উপজেলা যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে দাদামোড়ে পুলিশ বাঁধা দেয়।পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতা কর্মিরা।সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল হক সাজু,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি রিজন সরকার,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি কাজল,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা,পৌর আহবায়ক ফিরোজ আহমেদ রনি,যুগ্ম আহবায়ক লুৎফর কর্ণেল,সরকারী কলেজ শাখার সদস্য সচিব আকাশ ,সহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
এ সময় বক্তারা বলেন সারাদেশে সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে এবং দলের লোকজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে গণতান্ত্রিক সব পথ রুদ্ধ হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।