Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাতি হতে সাবধান’ কাপ্তাইয়ে বন বিভাগের সর্তকতা জারী

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৯:২৬ এএম

সাবধান বন্যহাতির চলাচলের পথ! রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে পর্যটক নিহত, উৎপাতবৃদ্ধিসহ বিভিন্ন সহিংস ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ হতে বিভিন্ন সতর্কতা অবলম্বের জন্য কাপ্তাইয়ের ৫টি বিভিন্ন গুরুপূর্ণ পয়েন্টে হাতি চলাচলের প্রবেশ মুখে সাইনবোর্ড লাগানো হয়েছে। হাতি চলাচের সড়ক প্রশান্তি পার্ক এলাকা, শিলছড়ি হাতির গেইট প্রবেশমুখ, কাপ্তাই লগগেইট এলাকা, নৌবাহিনী সড়ক ও কামিল্লাছরি -আসামবস্তি প্রবেশমুখ এলাকায় সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। উল্লেখ্য,চলতি মার্চ মাসে ৬ দিনের ব্যবধানে বন্যহাতির আক্রমণে পর্যটকসহ দু'জন নিশংস ভাবে নিহত হওয়ার পর বন বিভাগের পক্ষ হতে এ সতর্কতার প্রচারের ব্যবস্থা করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান সাহা (ডিএফও) বলেন, বন্যহাতির আক্রমণে ইদানীং পর,পর কয়েটি সহিংস ঘটনা ঘটায় আমরা বিভিন্ন গুরুপূর্ণ পয়েন্টে পর্যটকসহ সকলের সর্তকতামূলক এ সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করেছি। আশা করি সকলে এ সাইনবোর্ড দেখে সর্তকতা ভাবে চলাচল করবে। এ ছাড়া আরো কিছু পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান,কাপ্তাইয়ে পর্যটকসহ বিভিন্ন লোকজন বন ও বন্যপ্রাণীর চলাচলের পথ সর্তকর্তা অবলম্ব না করে হঠ্যৎ করে বনে প্রবেশ না করার জন্য সাবধান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যহাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ