মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রুশ বাহিনীর মহড়া
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট পুতিন, সম্প্রতি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় আর্কটিক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর মহড়ার প্রশংসা করেছেন। মহড়া চলাকালে অসাধারণ দক্ষতার নজির রেখে তিনটি পরমাণু চালিত সাবমেরিন মেরুর ভারী বরফ ছেদ করে একত্রে উপরে ভেসে ওঠে। রুশ নৌবাহিনীর কমান্ডার ইন চিফ, নিকোলাই ইয়েভমেনোভ জানান, সে সময়ে তিনটি রুশ জঙ্গি বিমান তাদের ওপর দিয়ে উড়ে যায়। প্রেসিডেন্ট পুতিন, তাদের সফলতায় রাশিয়ার নিরাপত্তার খাতিরে, উত্তর মেরুতে আরো গবেষণা ও অভিযান চালানোর কথা ব্যক্ত করেন। ভিওএ।
মিসরে নিহত ৩২
ইনকিলাব ডেস্ক : মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। স্থানীয় সরকারি কৌশুলির কার্যালয় বলছে, রাজধানী কায়রো থেকে ৩৬৫ কিলোমিটার দূরে নীল নদ ঘেঁষা তাহতা শহরের এই ট্রেন দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, খুব বেশি গতিতে না ছুটতেই ট্রেন দু’টির সংঘর্ষ হয়েছে। রয়টার্স।
ভার্জিনিয়ায় নিহত ২
ইনকিলাব ডেস্ক : কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার দেশটির ভার্জিনিয়ার ভার্জিনিয়া বিচে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার সেখানকার পুলিশ জানিয়েছে, একাধিক বন্দুক হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে। ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান পল নিউডিগেট বলেছেন, শুক্রবার রাত ১১টার কিছুক্ষণ পর ২০তম স্ট্রিট এবং আটলান্টিক অ্যাভিনিউয়ের কাছে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় অন্তত আটজনকে উদ্ধার করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।