Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলি করে ৭ সাতজনকে শহীদ করার তীব্র নিন্দা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৭:৫৭ পিএম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনার নেতৃবৃন্দ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘২৬ মার্চ শুক্রবার ঢাকা বায়তুল মোকাররম, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়ীয়া ও যাত্রাবাড়ীতে দেশপ্রেমিক, স্বাধীনতাকামী নিরীহ জনগণের উপর পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের যৌথ সশস্ত্র হামলায় সাতজন ৭ শাহাদাৎ বরন করেছেন। আমরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

যারা শাহাদাৎ বরণ করেছেন বিবৃতিতে তাদের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতি দাতারা হলেন, মুফতী গোলামুর রহমান, মুফতী আব্দুর রহিম, মুফতী মুমতাজুল করিম, মুফতী হাফিজুর রহমান, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আলী আহমাদ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ