Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরতাল সফল ও সমর্থনে দেশবাসীর প্রতি আহবান জানালো ইসলামী ঐক্যজোট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৭:৩৬ পিএম

২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সুপ্রিম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট ও সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে গত শুক্রবার দেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হাটহাজারীতে গুলি করে মাদরাসার ছাত্রদেরকে হত্যা করে এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্র জুমার নামাজ আদায়কারী মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও গুলি করে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর গুলি, নির্যাতন করে ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তিকে রক্তে রঞ্জিত করার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ দেশের নিরীহ আলীম উলামা, মাদরাসার ছাত্র, মসজিদের মুসল্লিদের ওপর আমানুষিক নির্যাতন চালিয়ে হত্যার ঘটনা এই দেশের অতীত ইতিহাসের কলঙ্ককজনক অধ্যায় রচয়িত হাওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের আহবানে রোববারের সকাল-সন্ধ্যা হরতালকে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ