Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক পেইজের বিরুদ্ধে কাদের মির্জার জিডি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৭:০৭ পিএম

এবার নিজের নামে ফেসবুকে ক্লোন পেইজ খোলা হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।

তিনি জানান, মেয়র মির্জা তার লিখিত অভিযোগে জানিয়েছেন গত কিছু দিন আগ থেকে কে বা কাহারা তার নাম ব্যবহার করে ফেসবুকে তার আইডির মত করে হুবহু একটি পেইজ 'Abdul Quader Mirza' খুলেছেন। যাতে তাকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন পোস্ট, কমেন্ট ও ইনবক্সে এসএমএস’সহ সরকার বিরোধী প্রচার করে আসছে। তিনি এই ফেইজ ও তার ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার রাতে থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, তিনি ফেসবুকে যে আইডি ব্যবহার করছেন ঠিক ওই রকম নাম ও ছবি ব্যবহার করে কে-বা কারা একটি ফেসবুক পেইজ খুলে আপত্তিকর অসত্য তথ্য ছড়াচ্ছে। এটা তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার যড়যন্ত্র বলে দাবী করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের মির্জা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ