Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৫:৫৭ পিএম

হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকাশহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস মিনিবাস চলাচল করবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

এ বিষয়ে শনিবার (২৮ মার্চ) সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। বেলা ১২টা থেকে অনুষ্ঠিত সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়কপরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, আমরা পরিবহন ব্যবসায়ী। হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আমরা আমাদের লোকসান করতে চাইনা। হরতাল হলে আমরা ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্তহ বো। এভাবে হরতাল ডেকে জন দূর্ভোগ সৃষ্টি করার চেষ্টা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। নেতৃবৃন্দ হেফাজত আহুত হরতালে ঢাকা শহর ও শহরতলীর সকল রুটে বাস-মিনি বাস চলাচল অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে করা বিক্ষোভে হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায়শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিএবং রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।



 

Show all comments
  • Imon ২৭ মার্চ, ২০২১, ৬:১৬ পিএম says : 1
    হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আপনারা লোকসান করতে চাননা। হরতাল হলে আপনারা ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বিরোধীদলের সমাবেশ ঘোষনা করলে আপনারা তখন বাস বন্ধ করে দেন। তখন কি ব্যবসায়িকভাবে লাভবান হন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ