Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ফের ডানা মেলল বিমান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপহার হিসেবে বরিশালের আকাশে আবার ডানা মেলল বিমান। করোনা সঙ্কটের কারণে বন্ধ হয়ে যাবার দীর্ঘ ১ বছর ৫ দিন পরে গতকাল সকাল ৯টা ৪৩ মিনিটে যাত্রী নিয়ে শ্বেত বলাকা বরিশাল বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করে। বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম উদ্বোধনী ফ্লাইটে বরিশালে আসেন। তার সাথে ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল ও পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমদ। গেটে বিমানের পক্ষ থেকে জেলা ব্যবস্থাপক সব যাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বরিশাল বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী বিমান বরিশালে যাত্রী সেবা আরো উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবর্ণজয়ন্তী

১৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ