Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় অবৈধ বাহনের কারণে ঝড়ে গেলো তাজা প্রাণ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৪:৫০ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালি টানার চলন্ত দুই ট্রাক্টর ও লাটাহাম্বার দৌরাত্ম্যের প্রতিযোগিতায় একজনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন কুষ্টিয়া নিটন টাটা কোম্পানির সিকিউরিটি গার্ড ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন চকরঘয়া নামক স্থানে ঘটে এই ঘটনা।

মারা যাওয়া আনিছুর রহমান(৪০) । নন্দলালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুহাসিন দর্জির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,, আজ সকালে আনিছুর রহমান রাস্তা দিয়ে হেটে আলাউদ্দিন নগরে যাচ্ছিলেন এমন সময় ।চকরঘয়া গ্রামের হাফিজুলের বাড়ীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি লাটাহাম্বা-ট্রাকের মাঝখানে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, লাটাহাম্বার মাঝখানে পড়ে চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।। বাহন দুইটি আটক করা হয়েছে। আর চালক পালিয়ে গেছে । উল্লেখ্য , কুমারখালীতে বালি টানার বাহনে সাদিপুর, শিলাইদাহ, জগন্নাথপুর সহ বিভিন্ন স্থানে একের পর এক ঝড়ে যাচ্ছে প্রাণ। বিষয়টি প্রশাসনের ও দ্রুত গুরুত্ব দিয়ে নজরে আনার প্রত্যাশা করছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ