Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ার তমরদ্দিতে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৩:৪৪ পিএম

হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বর্তমান ইউপি সদস্য সহ ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদরে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেকের বাজারের উত্তরপার্শ্বে জাহেদ আহম্মেদের দোকানের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি সদস্য এমরানের সমর্থকরা বর্তমান ইউপি সদস্য জাহেদ উদ্দিনের মুখে ও মাথায় আঘাত করে। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে তাকে জেলা সদরে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী জানায়, ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ নৌকা সমর্থনে উঠান বৈঠকে যাওয়ার পথে তমরদ্দি ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. জাহেদ (বর্তমান ইউপি সদস্য) এবং সাবেক ইউপি সদস্য মো. ইমরান হোসেনের সমর্থকরা মুখোমুখি হলে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বর্তমান ইউপি সদস্য জাহেদ উদ্দিনসহউভয় পক্ষেরঅন্তত ১৩ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।

আহতরা হলো, নিপুন (২৬), মিরাজউদ্দিন (৩৬), দিদার (৪০),মোছলেউদ্দিন (৪০), মেহারাজ (৩০), রাহেদ (২৮), তুহিন (৩৩), মিঠু (২৬), সুজন (২৫) ও ফারুক (২৯)।

হাতিয়া থানার (ওসি) মো. আবুল খায়ের বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ