Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিন সরবরাহ বাড়ানো নিয়ে আলোচনায় ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৯ এএম

করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে ভার্চুয়াল আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। বৃহস্পতিবার ভ্যাকসিন রফতানি নিয়ন্ত্রণের একটি পরিকল্পনায় সমর্থন জানাতে নেতাদের প্রতি আহŸান জানাবে ইউরোপীয়ান কমিশন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যুক্তরাজ্যে ভ্যাকসিন সরবরাহ আক্রান্ত হবে। তবে ভ্যাকসিনের ওপর এই ধরনের অবরোধ আরোপের বিষয়ে আগেই সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউরোপের ম‚ল ভ‚খন্ডের বেশিরভাগ অঙ্ক জুড়েই করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হওয়ার মধ্যেই ভার্চুয়াল সম্মেলনে মিলিত হচ্ছেন ২৭ জাতির জোটটির নেতারা। টিকা প্রদানের হারে যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছে ইউরোপীয় কমিশন। তাদের অভিযোগ ম‚লত ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। ইউরোপের দাবি এই কোম্পানিগুলোকে প্রতিশ্রæতি অনুযায়ী টিকা সরবরাহ করেনি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সরবরাহ বাড়াতে টিকা রফতানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইলেও কিভাবে তা করা হবে তা নিয়ে নেতাদের মতভেদ রয়েছে। বেলজিয়ামে অবস্থিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। আবার নেদারল্যান্ডসে অবস্থিত আরেকটি উৎপাদন কেন্দ্র থেকে ইউরোপে টিকার সরবরাহ বাড়ানোর কথা রয়েছে। ব্রাসেলস জানিয়েছে, গত দুই মাসে ইউরোপ থেকে ৪ কোটি ডোজ টিকা রফতানি হয়েছে। এর এক চতুর্থাঙ্কই গেছে যুক্তরাজ্যে। বুধবার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা সকলের জন্য ভ্যাকসিন সরবরাহ স¤প্রসারণ করতে এবং উভয় পক্ষের জন্য সুবিনক পরিস্থিতি তৈরি করতে চাইছেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ