Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় অক্সিজেন প্লান্ট স্থাপন ও আইসিইউ সেবা নিশ্চিতে কেসিসি মেয়রের নির্দেশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৮:৪৯ পিএম

কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকার জন্য গঠিত কমিটির এক সভা আজ বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় সিটি মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় অক্সিজেন প্লান্ট স্থাপন, খুলনা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বিয়াল্লিশটি বেড স্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এছাড়া সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করা, অক্সিজেন প্লান্ট স্থাপনসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও মোকাবেলায় দায়িত্বশীল সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের সকল বিভাগসহ সরকারি বেসরকারি সংস্থাগুলির সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদারকরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, কমিটির সদস্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী নেওয়াজ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএমএম মোর্শেদ, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, কেএমপি’র ডিসি (সদর) মোঃ এহসান শাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সাবরিনা রহমান, বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মাহবুব এলাহী, কমিটির সদস্য সচিব কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মিউল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ