Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষামূলক ক্রুজ দক্ষিণের ক্ষেপণান্ত্র নিক্ষেপ উত্তরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

দক্ষিণ কোরিয়া তাদের পশ্চিম উপক‚লে পরীক্ষামূলকভাবে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার দক্ষিণ কেরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা সিনহুয়াকে বলেন, রোববার সকালে এ ক্ষেপণাস্ত্র দু’টি দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপক‚ল থেকে নিক্ষেপ করা হয়। এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ক্ষেপণাস্ত্র দু’টি স্বল্প দূরত্বে পশ্চিমাঞ্চলীয় পানিসীমায় গিয়ে পড়ে। ২০২০ সালের ১৪ এপ্রিলের পর তারা এই প্রথম পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়লো। ওই সময় দক্ষিণ কোরিয়া পূর্বাঞ্চলীয় পানিসীমায় স্বল্প পাল্লার বহুমুখী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, এর ফলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘিত হয়নি। কেননা, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ৮ থেকে ১৮ মার্চ পর্যন্ত তাদের বার্ষিক বসন্তকালীন সামরিক মহড়া চালানোর পর দক্ষিণ কোরিয়া এ দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। অপর এক খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র জানায়, উত্তর কোরিয়ার পশ্চিম উপক‚ল থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। বাইডেন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার পরেও এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং। অপরদিকে মঙ্গলবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে এখনও আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রোববার ভোররাতে উত্তর কোরিয়ার ওনচোন থেকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়া দুটি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে তারা বিস্তারিত বলতে অস্বীকার করেছেন। উত্তর কোরিয়ার এই পরীক্ষা উস্কানিমূলক কিনা জানতে চাইলে তারা বলেন, তারা যা করেছে তাতে নতুন চিন্তার কিছু নেই। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা বুধবার জানায়, উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ