Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপরিকল্পিতভাবে বাংলাদেশ আ.লীগের ভাবমূর্তি বিনাশ করছে কাদের মির্জা- ভাগিনা রাহাত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ৬:৩২ পিএম

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্যকে জঘন্য মিথ্যাচার আখ্যায়িত করে তারই ভাগিনা ফখরুল ইসলাম রাহাত বলেছেন, কাদের মির্জা আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষেদাগার করছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই। আপনি কার এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন? আমেরিকাতে আপনার সাথে কোন এজেন্সির সাথে বৈঠক হয়েছে। আপনি বিএনপি'র কার সাথে ওখানে বৈঠক করে সুপরিকল্পিতভাবে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি বিনাশে ওবায়দুল কাদেরের সম্মান ক্ষুণ্ণ করার জন্য আজকে আপনি মাঠে নেমেছেন।

বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় একই দিন দুপুর ১২টায় কাদের মির্জা লাইভে এসে মিথ্যাচার করার প্রতিবাদে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল ইসলাম রাহাত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য, কোম্পানীগঞ্জে মির্জা বিরোধী বলয়ের অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং কাদের মির্জার আপন বড় বোনের ছেলে।

ভিডিও বার্তায় রাহাত বলেন, আজকে আপনার বিএনপি প্রীতি দেখলে মনে হয় আপনি বিএনপি'র মুখপাত্র। ব্যারিস্টার মওদুদের মৃত্যুতে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেব শোক জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন। কিন্তু মনে হচ্ছে যে আপনি উপজেলা বিএনপি'র সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি ওনার জন্য তিন দিনের শোক ঘোষণা করলেন। আপনি শোকসভার আয়োজন করেছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশে এই শোকসভা বন্ধ হয়েছে। এখানে ওবায়দুল কাদের সাহেবের কোনো ভূমিকা নেই। আপনি তারপরেও ওনার বিরুদ্ধে আপনি বিষোদগার করছেন। আপনি এখন মওদুদ প্রীতি দেখাচ্ছেন। ২০০০ সালে আপনি ব্যারিস্টার মওদুদকে গাড়ি থেকে পর্যন্ত নামতে দেননি। ২০০০ সালে বিএনপি কর্মিদের ওপর যে অত্যাচার করেছেন। তার খেসারত ২০০১ সাল পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ শাখার নেতাকর্মিরা বাড়ি ছাড়া হয়েছে। শুধুমাত্র আপনার অপকর্মের কারণে। সত্যবচন নামধারী আব্দুল কাদের মির্জা জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করার জন্য আজকে আমি কথা বলছি। আপনারা জানেন তিনটি মাস ধরে এই সত্যবচন নামধারী আব্দুল কাদের মির্জা এই কোম্পানীগঞ্জ তথা বসুরহাট পৌরবাসীকে জিম্মি করে রেখেছে। উনি দলের নেতাদের বিরুদ্ধে কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, আমাদের গর্বের ধন প্রিয় নেতা ওবায়দুল কাদের বিরুদ্ধে কথা বলছেন উনার সহধর্মিনী বিরুদ্ধে কথা বলছেন। মির্জা সাহেব আপনি কোন মহলের প্রচারণায় পড়ে আজকে কোম্পানীগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন।

তিনি বলেন, আজকে মিজানুর রহমান বাদলের শান্তিপূর্ণ সমাবেশে আপনি বসুরহাট থেকে চাপরাশির হাট গিয়ে সশস্ত্র হামলা করেছেন। ওই হামলায় বোরহানউদ্দিন মুজাক্কের নিহত হয়। আপনি বীরমুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খান কে গত (৮মার্চ) শারিরীক ভাবে লাঞ্ছিত করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা যারা জাতির সূর্যসন্তান। আপনি সেই মুক্তিযোদ্ধাকে যিনি ওবায়দুল কাদেরের নেতৃত্বে মুক্তি বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। আপনার পালিত গুন্ডা বাহিনী তাকে টোকাইয়ের মত মেরেছে। তার প্রতিবাদে উপজেলা আ.লীগ ৯ তারিখে রুপালী চত্তরে প্রতিবাদ সভার আয়োজন করেছে। একটি শান্তিপূর্ষ সমাবেশ যখন শেষ দিকে। ঠিক তখনই আপনি আপনার ভাই শাহদাত আপনার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে সেই শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে এবং ওখানে দলের কর্মি চরফকিরার আলাউদ্দিন নিহত হয়। আপনার আর কত রক্ত ঝরলে আপনার শান্তি হবে। আপনি শান্তির জনপদ কোম্পানীগঞ্জকে কেন আজকে অশান্তির জনপদে কেন রূপান্তরিত করলেন। কোন স্বার্থে আপনি এ কাজ গুলো করছেন।

তিনি আরো বলেন, গতকালকে আপনি ঘোষণা করছেন আপনাকে নাকি সিএমএইচ হাসপাতালে নেওয়া হবে। আমি মনে করি পাগলের চিকিৎসা সিএমএইচ হাসপাতালে হয়না। পাগলের চিকিৎসা হয় পাগলা গারদে। আপনি মির্জা টাওয়ারে দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন। মির্জা টাওয়ারের কোন প্রশাসনিক অনুমোদন নেই। আপনারা আব্দুল কাদের মির্জার এই পাতানো ফাঁদে পা দিবেন না। আমি আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের এবং প্রিয় নেতা শেখ হাসিনা শেখ হাসিনাকে বলব অবিলম্বে এই পাগল মির্জাকে কোম্পানীগঞ্জ থেকে তুলে নিয়ে যান। আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করুন। আজকে তার কারণে কোম্পানীগঞ্জ শান্তির জনপদ অশান্তিতে পরিণত হয়েছে। আবদুল কাদের মির্জা তার গুÐাবাহিনী দিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ধমক দিচ্ছে,বাজার ব্যবসায়ীদের ধমক দিচ্ছে।

রাহাত বলেন, আমরা আব্দুল কাদের মির্জার এ হীন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি আমাকে অস্ত্রবাজ বলেছেন। মির্জা সাহেব আমি আপনাকে বলতে চাই আপনি এটার প্রমান দিতে হবে। আর যদি প্রমান না দিতে পারেন। আমি অবিলম্বে আপনার বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মানহানি মামলা করতে বাধ্য হবো। প্রিয় কোম্পানীগঞ্জবাসী আমরা শান্তি চাই। কোম্পানীগঞ্চে শান্তি ফিরে আসুক। এক মির্জার কারণে কোম্পানীগঞ্জ অশান্তির জনপদে রুপান্তরিত হয়েছে। আমরা এর অবসান চাই। আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ কোম্পানীগঞ্জ দেখব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ