২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
মোশন সিকনেস আমাদের প্রতিদিনের সমস্যা । তা কি বা তার সহজ চিকিৎসাগুলো কি আমাদের সবারই জানা দরকার।
সংজ্ঞা
যানবাহনে চড়লে চলন্ত অবস্থায় অনেকের বোমি বোমি লাগে বা বোমি হয়। কোন কোন ক্ষেত্রে তা মাত্রাতিরিক্তভাবে হতে পারে। এটাকে মোশন সিকনেস, ট্রাভেল সিকনেস বা গতি জনিত অসুস্থতা বলে।
কারণ
আমাদের ল্যাবিরিন্থ বা ভেতরের কানকে বার বার উত্তেজিত করলে এ ধরনের সিকনেস দেখা যায়।
সমস্যা
বিভিন্ন ধরনের হতে পাওে যেমন- বোমি বোমিভাব, শরীর ঘামা, মুখে স্যালাইভা বেড়ে যাওয়া, মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরা ও প্রচুর বমি হওয়া। যেহেতু নড়লেই অসুস্থতা বাড়ে সে জন্য নড়াচড়া না করা বা অনড় থাকা।
চিকিৎসা
মোশন সিকনেস এড়াতে আগে ভাগে বমি প্রতিরোধক অষুধ খাওয়া যেতে পারে বা চিকিৎসা হিসাবেও তা নেওয়া যেতে পারে। যেমন -হাইওসছিন, প্রমেথাজিন, সাইক্লিজিন, সিনারিজিন ও মেকলিজিন ইত্যাদি। উদাহরণ হিসাবে যেমন-মেকলিজিন ৫০ গ্রাম টেবলেট যাত্রা শুরুর আধা ঘণ্টা আগে এবং প্রয়োজনে ছয় ঘণ্টা পরে পুনরায় ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য ডমপেরিডন, মিটোক্লপ্রামাইড ও অন্যান্য ফেনোথায়াজিন এখানে কাজ করে না। সময়োচিত পদক্ষেপ নিলে এই রোগ ভোগ থেকে বেঁচে থাকা সম্ভব হবে।
ষ প্রফেসর ডাঃ এ কে এম মোখলেছুজ্জামান
কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন
আসগর আলি হাসপাতাল, গেন্ডারিয়া।
মোবাইল : ০১৭৮৭৬৮৩৩৩৩
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।