Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাৎ : খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনের কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১১:১৭ পিএম

৪ হাজার মেট্রিক টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন।

আসামিরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকসানা পারভীন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক বিজন রায় বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, আসামিরা ত্রাণের ৪ হাজার মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। এ ঘটনায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ২০১১ সালের ১৮ আগস্ট মামলা দায়ের হয়। মামলার এজাহার করেছিলেন তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম।

মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম তদন্ত করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল-জরিমানা করা হয়।

উল্লেখ্য, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের জেলহাজতে পাঠানো হয়।



 

Show all comments
  • Zahir Islam ২৪ মার্চ, ২০২১, ১০:৩০ এএম says : 0
    The value of 4,ooo MT rice is about TK 16 crore, penalty of TK 1 lac 15 thousand is not acceptable.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ