Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৫:৩৭ পিএম

সুনামগঞ্জের ছাতকে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ রেললাইনে হাসনাবাদ ও করছখালী গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ইট-পাটকেল ও দেশিও অস্ত্র ব্যবহার করেছে দু’পক্ষের লোকজন।
সংঘর্ষে গুরুতর আহত কদরুল ইসলাম, সদরুল ইসলাম, আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ, ওয়ারিছ আলী, সফিকুল হক, নোমান, ছোরাব আলী, মফিজুল হক, সফর মিয়া, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আবদুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আবদুর রহিম, আবদুল আউয়াল, কবির আহমদ, আবদুল আলীম, জাহির আলী, মামুন আহমদ, হাফিজুর রহমান, ওলিউর রহমান, লোকমান আহমদ, আবদুল বাসিত, দুলাল আহমদ, সাইদুল মিয়া, খছরু মিয়া, আজাদ মিয়াসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে দু’ গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার দীর্ঘ সময় পর ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ