বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে ট্রাক চাঁপায় আবু বক্কর (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব সুহিতপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিস গোবিন্দগঞ্জে বিল পরিশোধ করতে আসেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ধনু মিয়ার ছেলে আবু বক্কর। গাড়ি থেকে নেমে যুবকটি পায়ে হেটে বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। এসময় ট্রাকের সাথে বাঁধা অবস্থায় সড়ক উন্নয়নের কাজে ব্যবহৃত বিটুমিন ভর্তি চলন্ত গাড়িটি হঠাৎ ছিঁটকে উল্টে গেলে পথচারী ওই যুবকটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সড়কের জয়কলস বদিরগাঁওস্থ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দূর্ঘটনা কবলিত (সিলেট-ন-১১-০২২৪) ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ মকসুদ আহমেদ। তিনি বলেন ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।