মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরো শক্তিশালী করার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমনটা জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠেছে।
পাকিস্তান দিবস উপলক্ষে চিঠিতে প্রেসিডেন্ট আলভিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। সেখানে বাইডেন বলেন, আফগানিস্তানের শান্তি, করোনা মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন সহ অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে অব্যাহতভাবে মোকাবিলা করবে দুই দেশ। উল্লেখ্য, মঙ্গলবার সেখানে পাকিস্তান দিবস পালিত হচ্ছে। এ দিনটিকে পালন করা হয় ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ হিসেবে। এই প্রস্তাবের অধীনে দক্ষিণ এশিয়ায় মুসলিমদের জন্য একটি আলাদা আবাসভূমির কথা বলা হয়েছিল। এদিনে সব সরকারি ভবনের শীর্ষে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
করোনার কারণে এবার অনুষ্ঠান পালিত হচ্ছে সীমিত পরিসরে। তবে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স ২২ শে মার্চ ঘোষণা দিয়েছে যে, তারা পাকিস্তান দিবসের প্যারেড করবে ২৫শে মার্চ। তবে এক্ষেত্রে তারা আবহাওয়ার কথা উল্লেখ করেছে। বলেছে, পরবর্তী দু’দিন বৃষ্টি হতে পারে। তাই অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।