Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে অবৈধ অনুপ্রবেশ কমেছে ৪০ ভাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৪০ ভাগ কমেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি (ফ্রন্টেক্স)। সংস্থাটির দেয়া এক প্রতিবেদেনে বলা হয়েছে, উন্নত জীবনের আশায় প্রতিবছরই বিভিন্ন দেশের নাগরিকরা ইউরোপে আসার চেষ্টা করেন। কেউ বৈধপথে আর কেউ অবৈধপথে ইউরোপে প্রবেশ করে। অবৈধভাবে মরু কিংবা উত্তাল সমুদ্রপথে যারা ইউরোপে প্রবেশ করে, তাদের অনেকে মৃত্যুর কাছ থেকে ফিরে আসে। অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় অনেকেই মারা যায়। তবে ইদানিং ইউরোপে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ৪০ ভাগ কমেছে। ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির (ফ্রন্টেক্স) তথ্য মতে, গত ফেব্রুয়ারি মাসে ইউরোপে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করে ৪৬৫০ জন। যা আগের বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় অর্ধেক। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুপ্রবেশ কমেছে আগের বছরের তুলনায় প্রায় ৪০ ভাগ। এর মূল কারণ হিসেবে পূর্ব ও পশ্চিম ভূমধ্যসাগর দিয়ে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হওয়ার সুফলকে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ফ্রন্টেক্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে পূর্ব ভূমধ্যসাগর রুট দিয়ে ৭০০ অভিবাসী অনুপ্রবেশ করে যা আগের বছরের তুলনায় ৮০ ভাগ কম। সাধারণত সিরিয়া ও তুরস্কের অভিবাসীরা এই পথটি ব্যবহার করে থাকে। পশ্চিম ভ‚মধ্যসাগর দিয়ে প্রায় ৬০০ অভিবাসী অনুপ্রবেশ করে যা আগের বছরেরে তুলনায় ৫২ ভাগ কম। সাধারণত আলজেরিয়া ও মরক্কোর অভিবাসীরা এই পথটি ব্যবহার করেন। প্রতিবেদনের তথ্যমতে, ইউরোপ প্রবেশের অন্যান্য পথে অভিবাসী প্রবেশের হার বেড়েছে। এ বছরের প্রথম দু’মাসে ক্যানারি আইল্যান্ড দিয়ে অনুপ্রবেশ করেছে প্রায় ২০০০ জন অভিবাসী। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। সাধারণত উপ-সাহারার দেশগুলোর নাগরিক, মালি ও আইভরি কোস্ট থেকে আগত অভিবাসীরা এই পথটি ব্যবহার করে। আবার সেন্ট্রাল ভূমধ্যসাগর দিয়ে বছরের প্রথম দু’মাসে অনুপ্রবেশ করেছেন প্রায় ৪,৩০০ অভিবাসী। যা আগের বছরের তুলনায় ২৬ ভাগ বেশি। তিউনেশিয়া ও আইভোরি কোস্টের অভিবাসীরা এই পথটি ব্যবহার করে থাকেন। পশ্চিম ভেলকানের পথটিতে অভিবাসী অনুপ্রবেশের হার কমেছে। বছরের প্রথম দু’মাসে ২৬০০ অভিবাসী অনুপ্রবেশ করে। যা আগের বছরের তুলনায় কমেছে অর্ধেক। সিরিয়া ও আফগানিস্তানের অভিবাসীরা এই পথটি ব্যবহার করে থাকেন। ফ্রনটেক্স এর আগের একটি রিপোর্টে জানিয়েছিলো যে করোনা ভাইরাস মহামারিতে ইউরোপের বাহির সীমান্তে অভিবাসীদের প্রবেশে বাধা দেয়া অব্যাহত রয়েছে। ফ্রন্টেক্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ