Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে হতাহত-৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৮:১৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা নাগাদ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি সদরস্থ কেএমটেক এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল (আজ সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কেএমটেক মোড়ের কাছে একটি ট্রাক গুদাম থেকে লোহা লোড করছিল। এমনি সময়ে বিবিরহাটের দিক থেকে একটি নম্বরবিহীন সিএনজি অটো একই দিক থেকে চলা ব্যাটারী চালিত রিক্সাকে অভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাকের সাথে (খাগড়াছড়ি ড-১১-০০০৭) মূখোমূখি সংঘর্ষের সম্মূখীন হয়। এতে সিএনজি যাত্রী নোয়াখালী জেলার কবিরহাটের সুন্দরপুরের ধীরেন্দ্র আশ্চার্য্যরে ছেলে মানিক আশ্চার্য্য (৫০) ও ফটিকছড়ি উপজেলার পশ্চিম হাসনাবাদ গ্রামের রমজান আলীর ছেলে মোঃ রকি (২০) ঘটনাস্থলে নিহত হয় এবং ২ জন আহত হয়। দুর্ঘটনা মূহুর্তে পথচারী এবং পাশেই থাকা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ২ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোপালপুর প্রামের মৃত রীরেন্দ্র পুত্র সুব্রত আচার্য্য (৬০) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুরুতর আহত ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার শওকত আকবরের পুত্র জুবায়ের (১২) কে চমক হাসপাতালে প্রেরণ করা হয়।

ফটিকছড়ি থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, ইট ভর্তি ট্রাক, সিএনজি ও ব্যাটারী চালিত অটো রিক্সার মধ্যে মূখোমূখি সংঘর্ষে এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহতদের লাশ থানায় এবং গাড়ি ৩টি হাইওয়ে পুলিশে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ