Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

পর্যটক ঠেকাতে

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি সমুদ্র সৈকতে রাজ্য পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বসন্তকালীন ছুটিতে জড়ো হওয়া অতিরিক্ত পর্যটক ঠেকাতেই এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। খবরে বলা হয়েছে, অন্তত আগামী ১২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মায়ামিতে কারফিউ বলবৎ থাকবে। এসময়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একইসঙ্গে ব্যস্ত দক্ষিণ সৈকত এলাকায় সব বন্ধ থাকবে। মায়ামির মেয়র ড্যান গেলবার বলেছেন, হাজার হাজার পর্যটক শহরে “বিশৃঙ্খলা” বয়ে এনেছেন। বিবিসি।


থাইল্যান্ডে আহত ৩৩
ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি জরুরি চিকিৎসাকেন্দ্র। সরকারবিরোধী সমাবেশে পুলিশ জলকামান, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার পর এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে বার্তা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে ও মারতে দেখা গেছে, সেসময় অনেকেই ভয়ে নিজেদের মটর সাইকেল ছেড়েও পালিয়ে যায়। রয়টার্স।


বিরোধী প্রার্থীর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পরই মৃত্যু হয়েছে বিরোধী প্রার্থী গাই ব্রিচ পারফেইট কোলেলাসের। শনিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আর পরদিন রবিবার তার মৃত্যু হয়েছে। তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। সোমবার এএফপিকে তার প্রচারদলের পরিচালক ক্রিশ্চান সিআর রডরিগ মায়ানদা জানান, নির্বাচনের প্রাক্কালে কোলেলাস হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ফ্রান্সে নেয়ার পথে মেডিকেল এয়ারক্রাফটের মধ্যেই তার মৃত্যু হয়। আল-জাজিরা।


অনুপ্রবেশমুক্ত
ইনকিলাব ডেস্ক : “বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন। পাঁচ বছরে বাংলাকে সোনার বাংলা বানাবো। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা বানাবো। দুর্নীতি মুক্ত বাংলা বানাবো।” রবিবার পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সভায় এ ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। তৃণম‚লকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় এলে কাটমানি দিতে হবে না। পাঁচ বছরে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করব। মমতা দিদি চান ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে। আর মোদীজি চান সোনার বাংলা
তৈরি করতে। একই সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এবিপি।

সিরিয়ায় নিহত ৭
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মর্টার শেল হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন চিকিৎসাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল রবিবার সিরীয় সেনাবাহিনীর একটি আউটপোস্ট থেকে ছোড়া মর্টার শেল এসে আতারেব শহরের হাসপাতালে আঘাত করে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে একটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তাক্ত রোগীদের বাইরে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ