বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্থগিত হওয়া প্যানেল মেয়র নির্বাচন আন্দরকিল্লাস্থ নগর ভবনে সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিন পদে ১২ কাউন্সিলরের প্রার্থী হওয়ার কথা রয়েছে। গত ১৮ মার্চ প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ওইদিন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর ইন্তেকালে তা স্থগিত করা হয়। একইদিন নতুন তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মাদ মোজাম্মেল হক।
প্রার্থীরা হলেন- ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবাইরা নার্গিস খান এবং ১০ নং উত্তর কাট্টলীর কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ ও ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সংরক্ষিত ওয়ার্ডের নীলু নাগ, আফরোজা জহুর (আফরোজা কালাম), লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ফেরদৌস বেগম মুন্নী।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে নিজেদের মধ্য থেকে তিন সদস্যের মেয়রের প্যানেল নির্বাচন করবেন। এর মধ্যে একজন অবশ্যই সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে। চসিকের বর্তমান পর্ষদের (ষষ্ঠ) প্রথম সাধারণ সভা হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। ওই হিসেবে এক মাস হওয়ার আগে অনুষ্ঠিত হবে প্যানেল মেয়র নির্বাচন।#র ই সেলিম ২২ মার্চ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।