Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার ৯০ শতাংশ তেল মার্কিন সেনাদের দখলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সিরিয়ার তেল ক্ষেত্রের প্রায় ৯০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের দখলে। এ তথ্য জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসম তোমা। শনিবার স্থানীয় আরম নিউজ নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সিরিয়ার তেলমন্ত্রী বলেন, দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এখন মার্কিন সেনাদের দখলে। তারাই এগুলোর নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীরা জলদস্যুদের মতো আচরণ করছে। এক্ষেত্রে তারা সিরিয়ার তেল সম্পদ ও সরবরাহকে লক্ষ্য করেছে, জোর দিয়ে বলেন তিনি। বাসম তোমা বলেন, সিরিয়ার সমুদ্রসীমায় তেল ক্ষেত্রের জন্য ভালো ভবিষ্যত রয়েছে। যা শান্তি এবং স্থিতিশীল যৌক্তিক পরিস্থিতিতে আমাদের দরকার। সিরিয়ার তেল ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ৯২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সম্পদ ও সরবরাহ শোষণের দিক দিয়ে যা এর আগে কখনো ঘটেছিল বলে মনে হয় না। মিডল ইস্ট মনিটর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ