Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লকডাউনবিরোধী বিক্ষোভ লন্ডনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

লন্ডনে লকডাউন-বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া লোকজনের মধ্যে বেশিরভাগই করোনা মহামারির কারণে জারি করা আইন লঙ্ঘন করেছেন। অনেকেই অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হয়েছেন। শনিবার দুপুরে হাইড পার্কে বিক্ষোভ শুরু হয়। সে সময় হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন। তারা দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধি-নিষেধের বিরোধিতা করছেন। শুরুতে শান্তিপ‚র্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে সেখানে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ‘লোকজনকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে যারা বিভিন্ন বিধি-নিষেধ প্রয়োগের বিষয়ে কাজ করছেন তাদের ওপরই সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনা মেনে নেয়ার মতো নয়।’ চলতি বছরের জানুয়ারি থেকেই ইংল্যান্ডে লকডাউন জারি রয়েছে। সে সময় দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে এবং সংক্রমণে মৃত্যুর ঘটনাও বেড়েছিল। ফলে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়। স¤প্রতি ইউরোপে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ফ্রান্স, পোল্যান্ড এবং ইউক্রেনে লাখ লাখ মানুষের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। শনিবার থেকে পোল্যান্ড, প্যারিসসহ ফ্রান্সের কিছু অংশ এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানকার বেশিরভাগ দোকান-পাট বন্ধ রাখা হয়েছে। এছাড়া লোকজনকে বাড়ি থেকেই কাজ করার আবান জানানো হয়েছে। ফ্রান্সে সা¤প্রতিক সময়ে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী প্যারিস এবং উত্তরাঞ্চলের কিছু অংশে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। কড়াকড়ির আওতায় প্যারিসে সব ধরনের অনাবশ্যক ব্যবসা বন্ধ রাখা হয়েছে। তবে স্কুল এখনও খোলাই আছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ৫ম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯১ হাজার ২৭১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৬ হাজার ১২২ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৬ লাখ ৫০ হাজার ২২৬ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, হাইড পার্কের এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধি-নিষেধের বিরোধিতা করেন। তারা সেন্ট্রাল লন্ডন প্রদক্ষিণ করেন মিছিল করে। একশ’ জনের বেশি বিক্ষোভকারী হাইড পার্কে ফিরে আসেন। পুলিশ বলছে তারা পুলিশের উদ্দেশে হামলার উদ্যোগী হয়। এ সময় কয়েকজন পুলিশ আহত হন। ডেপুটি অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার লরেন্স টেইলর বলেন, শুরুতে শান্তিপ‚র্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে সেখানে সহিংসতার ঘটনা ঘটে। লোকজনকে ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে যারা বিভিন্ন বিধি-নিষেধ প্রয়োগের বিষয়ে কাজ করছেন তাদের ওপরই সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়। চলতি বছরের জানুয়ারি থেকেই ইংল্যান্ডে লকডাউন জারি রয়েছে। সে সময় দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে এবং সংক্রমণে মৃত্যুর ঘটনাও বেড়েছিল। ফলে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়। স¤প্রতি ইউরোপে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ফ্রান্স, পোল্যান্ড এবং ইউক্রেনে লাখ লাখ মানুষের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। বিবিসি, এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ