বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর ভাঙ্গা বিশ্বরোড ও ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি ও ভাংগা উপজেলা উপজেলা সদরে এবং ভাংগা উপজেলার নওপাড়া জানদি এলাকায় পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল ও ভোররাতে পৃথক এই দূর্ঘটনা ২টি ঘটে।
ঢাকা-খুলনা মহাসড়কের মাছকান্দি নামকস্থানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২০জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস-খুলনাগামী একটি ট্রাকের সাথে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ মোট ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে এক শিশু সহ ৪ জন মারা যায়। তিনি বলেন আমরা লাশ গুলো উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসার ব্যবস্থা করছি। তবে হতাহতের পরিচয় এখনো জানাযায়নি। অপরদিকে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় আরো ৩ পথচারি আহত হয়। গতকাল ভোর রাতে ভাঙ্গা বিশ্বরোডে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় শফিকুল খানের পুত্র সাকিল খান(২২)। সে ঢাকার সরকারী তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। অপর নিহত ব্যক্তি ও আহত তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানান, রবিবার ভোরে সাকিল তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশ্য রওয়ানা হয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে আসলে মোটরসাইকেল এর সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়। আহত মাইক্রোবাসের একজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। অপরদিকে গত শনিবার (২০ মার্চ)দুপুরে ভাংগা উপজেলার নওপাড়া জানদি এলাকায় ট্রেন এবং নছিমনের সাথে অপর একটি দূর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় ২জন এবং আহত হয় ৪ জন। নিহতরা হলেন- মাদারীপুরের দত্তপাড়ার আরব আলী ফরাজীর ছেলে রফিক ফরাজী (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২১)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ভাঙ্গা রেল স্টেশনের ম্যানেজার শাহজাহান জানান, রাজশাহী হতে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে এক কিলোমিটার দূরে থাকতে নওপাড়া জানদি রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি নসিমন রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায়। এতে নসিমনের চালকসহ চারজন মারাত্মকভাবে আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।