Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৩:৫৩ পিএম

ভারত সফরে যেয়ে সেখানকার গণতান্ত্রিক পরিবেশ ও সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন। শনিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর সংবাদসম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গের অবতারণার সুযোগ তার ছিল না। তবে তিনি অন্য ভারতীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ছাড়া জেনারেল অস্টিন বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জেনারেল অস্টিন বলেন, ‘আমাদের মনে রাখা দরকার ভারত আমাদের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও শরিক। সঙ্গীদের সঙ্গে এই ধরনের আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনা করতে আমরা স্বচ্ছন্দও বোধ করি। অর্থপূর্ণভাবে এই ধরনের আলোচনা হওয়া দরকার। সম্পর্কও এগিয়ে নিয়ে যাওয়া দরকার।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গত শুক্রবার ভারত সফরে এসেছেন। তার সফরের ঠিক আগে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেন্ডেজ এক চিঠিতে বলেন, দুই দেশের মধ্যে আলোচনার সময় ভারতের গণতান্ত্রিক পরিবেশের বিষয়টি যেন তোলা হয়। ভারতকে বলা দরকার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকা জরুরি। ভারত সেই মূল্যবোধ থেকে দ্রুত সরে যাচ্ছে। ভারত যেভাবে কৃষক আন্দোলন দমাচ্ছে, সাংবাদিক ও সমালোচকদের সঙ্গে ব্যবহার করছে, দমননীতি নিয়েছে, তা গণতান্ত্রিক পরিসরের অবনতির ইঙ্গিতবাহী। চিঠিতে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরবর্তী অবস্থা ও নাগরিকত্ব আইন প্রণয়নের মাধ্যমে মুসলমান মনে আতঙ্ক সৃষ্টির উল্লেখও করা হয়।

জেনারেল অস্টিন বলেন, ‘আপনারা প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্য জানেন। মানবাধিকার ও আইনের শাসন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধ নিয়েই আমরা চলি। গণতান্ত্রিক দেশ হিসেবে এই মূল্যবোধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভারতও গণতান্ত্রিক দেশ। আপনারাও আপনাদের মূল্যবোধকে গুরুত্ব দেন। এই ধরনের বহু ক্ষেত্রে আমরা একজোট হয়ে কাজ করতে পারি।’ তবে এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ