Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব মানুষকে টিকার প্রয়োজন নেই : হর্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ভারতের সব মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নেই বলে সে দেশের কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে। ভারতের লোকসভায় এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, করোনাভাইরাসের যা চরিত্র, তাতে দেশের প্রত্যেক মানুষকে টিকা দেওয়ার প্রয়োজন নেই। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ৬০-৭০ শতাংশ মানুষের শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলেই ভাইরাস ছড়িয়ে পড়া আটকে দেওয়া সম্ভব। ভারতে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে এ বছরের ১৫ জানুয়ারি থেকে। প্রথম ধাপে ৩০ কোটি ভারতীয় নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। পরের ধাপে সে দেশের প্রত্যেক নাগরিককে টিকা দেওয়া হবে কি না, এই তথ্য স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন এনসিপি এমপি সুপ্রিয়া সুলে। লোকসভায় সেই প্রশ্নের জবাবে হর্ষ বর্ধন বলেন, বৈজ্ঞানিক কারণেই করোনার প্রতিষেধক দেশের প্রত্যেক মানুষকে দেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে ভারতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী, প্রবীণ নাগরিক এবং ক্রনিক রোগে আক্রান্ত ৪৫-৫৯ বছর বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আরো কম বয়সিদের টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে ভারতের সবাইকে টিকা দেওয়ার কোনো লক্ষ্য সরকারের নেই। দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ