Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৫:১৩ পিএম

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি সফররত বাংলাদেশের মিডিয়া প্রতিনিধিদের কাছে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রিংলা। ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে বাংলাদেশের মিডিয়া প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সারাবাংলা ও জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।



 

Show all comments
  • আবু আব্দুল্লাহ ১১ মার্চ, ২০২০, ১০:৩৫ পিএম says : 0
    যত কৌশল ই করোনা কেন ওই সন্ত্রাসী কে বাংলাদেশের মাটিতে নামতে দেওয়া হবেনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ