মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঝুঁকিমুক্ত
ইনকিলাব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক উপদেষ্টা কমিটি বলেছে, যুক্তরাজ্য-সুইডিশ অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত। শুক্রবার প্রকাশিত কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন (কোভিশিল্ডসহ) ঝুঁকিমুক্ত এবং করোনাভাইরাস মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মৃত্যু হ্রাসে এ ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। ‘প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক পর্যালোচনার’ ভিত্তিতে কমিটি জানিয়েছে, উপাত্ত অনুযায়ী এ টিকার ব্যবহারে সার্বিকভাবে রক্তচাপ বৃদ্ধির কোন প্রমাণ পাওয়া যায়নি। তাস।
ট্রেনে অগ্নিকান্ড
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা শতাব্দী এক্সপ্রেস ট্রেনের জেনারেটর কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে মুহূর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন স্টেশনে থাকা যাত্রীরা। যদিও ঠিক কী কারণে ওই ট্রেনের জেনারেটর কারে আগুন লেগেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। জানা গেছে, শনিবার সকালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে হঠাৎ করেই শতাব্দী এক্সপ্রেস ট্রেনের জেনারেটর কারে আগুন লেগে যায়। ওই সময় ধোঁয়া বের হতে দেখা যায় জেনারেটর কার থেকে। কে২৪।
প্রস্তুত অ্যাঙ্গেলা
ইনকিলাব ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার বিতর্কের মধ্যেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, তিনি করোনাভাইরাস প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে প্রস্তুত আছেন। শুক্রবার জার্মানির বিভিন্ন রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মেরকেল এ কথা বলেন। মেরকেল বলেন, ‘‘হ্যাঁ, আমি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব। আমি আমার পালা আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিন্তু আমি ওই টিকা নেব।” অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কয়েকজনের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার উপসর্গ দেখা দেওয়ার পর জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এই টিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্স।
দূতাবাস বন্ধ
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ায় দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মুদ্রা পাচারের অভিযোগে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসন করা যাবে বলে সম্প্রতি মালয়েশিয়ার একটি আদালত রায় দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং জানিয়েছে, তারা কুয়ালালামপুরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ‘অবন্ধুত্বসূলভ ও অগঠনমূলক।’ দ্য স্টার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।