মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বন্যা হয়নি বলে ভারতের দাবিকে সত্যের অপলাপ হিসেবে আখ্যায়িত করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে দেখা করে ফারাক্কা বাঁধকে সরিয়ে দেয়ার প্রস্তাব দেয়ার পরই ফারাক্কা বাঁধ খুলে দেয়া হয়। ফলে বাংলাদেশে বন্যা পরস্থিতিরি অবনতি হয়। তিনি বলেন, ফারাক্কা বাঁধের ফলে শুধু যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, তা নয় বরং ভারতের অঙ্গরাজ্য বিহার ও যে মারাত্মক ক্ষতির সম্মুখীন। তিনি বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদী কুফলের কথা চিন্তা করে এধরনের প্রকল্প নির্মাণের মাধ্যমে প্রকৃতিকে নিয়ন্ত্রণের দুর্বুদ্ধি থেকে যখন বিশ্বের অনেক দেশ পিছিয়ে আসছে, তখন ভারত এক একটি করে এধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলেছে শুধু রাজনৈতিক কারণে এবং বাংলাদেশকে বিপর্যস্ত করে দেয়ার জন্য।
মাওলানা আবদুল লতিফ নিজামী বলেন, রাজনীতি নিরপেক্ষ বিশেষজ্ঞ ও পরিবেশ বিজ্ঞানীরা ভারতের পানি আগ্রাসনে সাধিত ক্ষয়ক্ষতি নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। শুধু বাংলাদেশের বিশেষজ্ঞরাই নন, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানীরাও ভারতের পানি আগ্রাসন বাংলাদেশের নদী-প্রকৃতি ও পরিবেশ হত্যার নীল-নকশা বলে মনে করেন। মাওঃ নিজামী বাংলাদেশ ভারতের পানি আগ্রাসনে সৃষ্ট বিপর্যয়ের কথা বলিষ্ঠ ও তথ্যসমৃদ্ধভাবে সকল আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি সরকার দ্রুত যথাযথ ভূমিকা রাখার দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।