Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৭:১৪ পিএম

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. তারেক ওরফে আজিজ, মো. সবুজ এবং রায়পুরের কেরোয়া গ্রামের মো. মুরাদ হোসেনসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

এসময় ডাকাতিকালে লুণ্ঠিত দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা, ডাকাতির সরঞ্জমাদি জব্দ করা হয়।

গত ১৩ মার্চ সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে ডাকাতির ঘটনার অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, ডাকাতির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ