Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাল্লায় হামলার ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৬:৫৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়গাও পরিদর্শন করেছেন। এসময় নিতাই রায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর অবস্থা জানতে ও তাদেরকে সহযোগিতার জন্য ছুটে এসেছি।

তিনি আরও বলেন, সরকার দলের লোক স্বাধীন মিয়ারা যা ঘটিয়েছে তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার হোক এবং সেইসঙ্গে যাতে কোন নির্দোষ মানুষের ভোগান্তি না হয়। শনিবার ক্ষতিগ্রস্তদের মানুষের বাড়িতে গিয়ে সমবেদনা ও বিভিন্ন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন তারা। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জেলা যুবদলে সভাপতি আবুল মনসুর সৈকতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ