বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছুটির দিনে বাৎসরিক ওরশ শরীফে যোগ দেয়ার আগেই প্রাণ গেল তিন বন্ধুর। গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে এ ঘটনা ঘটে। রাজশাহীর পুটিয়ায় ভাইয়ের নতুন বউকে নিয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন টুম্পা নামে এক নারী। এসময় বিপরীতদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যায় মোটরসাইকেলে থাকা তার স্বামী ও সন্তান। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো সাতটি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসকল ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকত এলাকায় গতকাল সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মো. আসিফ (১৭) চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে চন্দনাইশ থেকে পারকী সৈকতে বেড়াতে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগেই তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল কার্ভাডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একটি সিএনজি অটোরিকশা বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। পথে বৈষামুড়া এলাকায় সিলেটগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলাঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৬), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৭) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজিচালক আশিক (২০)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাত আড়াইটার দিকে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাসপাম্প থেকে গ্যাস নিয়ে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাছিল। ওইসময় একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডর দিক থেকে বাঘাবাড়ির দিকে যাছিল। এসময় ট্রাকটি নিয়্ত্রণ হারিয় সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও এর চালকসহ তিনজন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
রাজশাহী : রাজশাহীর বাঘায় বাসচাপায় মজনু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলার বাঘা-আড়ানি সড়কের তেপুকুড়িয়া আরপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজনু উপজেলার কলিগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে।
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাগর (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক অভি (১৬)। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাতপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার আলদি বাজার এলাকায এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর নারায়নগঞ্জের চাষাড়া তল্লা এলাকার মো. রুবেলের ছেলে।
নাটোর : নাটোরের গুরুদাসপুরে ট্রাকচাপায় ইউসুফ আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নাজিরপুরের বাটুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ আলী বড়াইগ্রাম উপজেলা কচুটিয়া গ্রামের বাসিন্দা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাজিরপুর যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে বাটুর মোড় এলাকায় একটি লবনবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রলিচাপায় ফিরোজ জোয়াদ্দার নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। গতকাল বেলা ১টায় সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ কলারোয়া পৌর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
পুঠিয়া (রাজশাহী) : ভাইয়ের বিয়েতে এসে বাড়ি ফেরা হলো না টুম্পা খাতুনের (২৮)। গতকাল বিকাল ৩টায় ভাই বৌকে নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া মুরাদের পাম্পের কাছে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় টুম্পা। এসময় সৌভাগ্য ক্রমে বেঁচে যায় তার মেয়ে ও স্বামী আবু সামা। নিহত টুম্পা পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ৮ নং ওয়ার্ডের আবু সামার স্ত্রী।
টুম্পার স্বজনরা জানান, নিহত টুম্পার ভাইয়ের বিয়ে শেষে বৌকে নিয়ে বাড়ি ফিরার সময় টুম্পাকে বহন কারী মোটরসাইকেলের সাথে বরযাত্রীর অপর এক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইলে থাকা আবু সামা ও তার স্ত্রী টুম্পা মেয়ে তোয়া মহাসড়কে ছিটকে পড়ে। এসময় অপর দিক থেকে একটি মালবাহী ট্রাকের চাকায় টুম্পা পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৮০) নামের এক বয়োবৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন। নিহত বয়োবৃদ্ধ উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের মৃত আনসার আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাতে রজনীলাইন এলাকায় অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।