Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সরকারী ৮ হাজার কেজি চাল উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

খুলনা শিরোমণি শিল্পাঞ্চলের হুগলি বিস্কুট কোম্পানি পরিচালিত স্টার ফুড প্রডাক্ট এর গোডাউন থেকে অবৈধ ভাবে মজুদ করে রাখা সরকারি ৮ হাজার কেজি রিমিক্স কার্নেল (পুষ্টি চাল) উদ্ধার করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে এই চাল উদ্ধার করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ বাবুল হোসেন বলেন, সরকারের খাদ্য কর্মসূচিতে ভিজিডি কার্ডের চাউলের সঙ্গে পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে রিমিক্স কার্নেল (পুষ্টি চাউল) প্রতি ১০০ কেজিতে ১ কেজি হারে মিক্সার করার জন্য হুগলী কোম্পানী পরিচালিত স্টার ফুড প্রডাক্টকে সরকারিভাবে অনুমোদন দেয়া হয়। কিন্তু সঠিক পরিমাণে মিক্সার করলে ৮ হাজার কেজি রিমিক্স কার্নেল (পুষ্টি চাল) মজুদ থাকার কথা নয়। অভিযান চলাকালে স্টার ফুড প্রডাক্ট কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ