Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রাস্তায় মায়ের সঙ্গে খেলা করার সময় চার বছরের এক শিশুর ওপর একটি ছোট্ট বিমান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই শিশুসহ বিমানের দুই আরোহীও নিহত হন। দুর্ঘটনায় শিশুটির মা মেগান বিশপ আহত হন। খবর এনবিসির। রাস্তায় চার বছরের ওই শিশুটি তার মায়ের সঙ্গে ছোট খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল। বিচক্র্যাফট বোনানজা বিমানটি পেমব্রোক পাইন্সের নর্থ পেরি বিমানবন্দর থেকে উড়ে এবং স্থানীয় সময় সোমবার বেলা ৩টার দিকে ফিরে আসার সময় বিধ্বস্ত হয়। স্থানীয় দমকল বিভাগের প্রধান মার্সেল রোদ্রিগেজ গণমাধ্যমকে বলেন, সম্ভবত কারিগরি ত্রæটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় বিমান প্রশাসন দুর্ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি রাস্তায় পড়ে দ্বিখন্ডিত হয়ে গেছে। আমরা বোমা বিস্ফোরণের মতো শব্দ শুনে বাইরে গেলাম। দেখি সব কিছুতে আগুন ধরে গেছে। এনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ