Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হোটেলে খুনের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামে ঢাকার দুই যুবক আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৮:০০ পিএম

শহরের কলাতলীতে হোটেলে হত্যার ঘটনায় চট্টগ্রামে রক্তাক্ত জামা পরা দেখে খুনি সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, চট্টগ্রামের কর্ণফুলি সেতুর তল্লাশি চৌকির পুলিশ কটি বাস থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ২ জন হলেন- ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ার আব্দুস সালামের ছেলে মো. বাবু ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল সুইট হোম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষ থেকে আব্দুল মালেক (২৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বাবু ও নজরুল সোমবার একদিনের জন্য ওই হোটেলে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পুলিশের সন্দেহ তারা আব্দুল মালেককে হত্যা করে পালিয়ে যায়।

ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সোমবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলি সেতুর চেকপোস্টের পুলিশ যানবাহনে তল্লাশি করছিল। কক্সবাজার শহর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় পুলিশ দুই ব্যক্তিকে রক্তাক্ত জামা পরা থাকা দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ জাগে।

ওই দুইজন কক্সবাজারে আবাসিক হোটেল কক্ষে খুনের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদেরকে কক্সবাজার আনা হচ্ছে।

পুলিশ আরো জানিয়েছে, হোটেলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, হোটেল কক্ষ ভাড়া নেওয়া বাবু ও নজরুল সোমবার রাত ১০টা ২২ মিনিটে হোটেল থেকে বের হয়ে আর ফিরে আসেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ